দৈনিক শিক্ষা নিউজ : “সুশৃঙ্খল, নিরাপদ আগামী ও আর্তমানবতা প্রত্যয়” শ্লোগানকে ধারণ করে ২০২০ সালে বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের একদম প্রারম্ভে ছিন্নমূল মানুষেদের বিনামূল্যে আহারের ব্যবস্থার মধ্য দিয়ে মানবিক ও সামাজিক সংগঠন প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পথচলা শুরু হয়। মানবিক ও সামাজিক কাজের জন্য সারাদেশের বিভিন্ন নগর, জেলা এবং ক্যাম্পাসে এই সংগঠনের অনেক ভলান্টিয়ারস রয়েছে। সারাদেশের এই ভলান্টিয়ারদের নিয়ে প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন গত শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে নানা আয়োজনের মধ্য দিয়ে করে ফেললো দ্বিতীয় ভলান্টিয়ার্স সামিট ২০২৩। দিনব্যাপী এ সামিটে ছিল,ভলান্টিয়ারদের উন্মুক্ত আলোচনা,ক্যারিয়ার ভিত্তিক কাউন্সেলিং,প্রয়াসের বার্ষিক ম্যাগাজিন গন্তব্য’র মোড়ক উন্মোচন,কমিউনিটি বেইজ অনলাইন পোর্টাল “কমিউনিটি নিউজ ২৪ বিডি ডট কম” এর উদ্বোধন, আলোচনা, সম্মাননা প্রদান, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এ সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভলান্টিয়ারদের পুরস্কৃত করেন। প্রধান অতিথির বক্তব্যে দেশসেরা এ চিত্রনায়ক বলেন,আমি উপলব্দি করেছি প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রকৃতপক্ষেই মানুষের জন্য কাজ করে,কোন প্রকার সুনাম কুড়ানো কিংবা সর্বার্থসিদ্ধি জন্য কাজ করেনা। তাই আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট হওয়া স্বত্বেও প্রয়াসের এ আয়োজনে যোগ দেয়ার ক্ষেত্রে কমার্শিয়ালি চিন্তা পুরোপুরিই বাদ দিয়েছি। এ সময় তিনি প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেতৃবৃন্দেকে উদ্দেশ্য করে বলেন,আপনারা আমাকে অতিথি বলে দূরে ঠেলে দিবেননা,আমার মনে আপনাদের এ সংগঠনের ভলান্টিয়ার হওয়ার স্বাদ জেগেছে।তিনি বলেন,প্রয়াসের সাথে আমার পথ চলা যেন স্থায়ী হয়। আজকের সামিটের সভাপতিত্ব করেন,প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি আমেনা আক্তার চৌধুরী। সঞ্চালনায় ছিলেন,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ইকবাল মাহমুদ। উল্লেখ্য,বাংলাদেশে করোনা প্রাদুর্ভাবের শুরুর দিকে বিনামূল্যে আহার প্রকল্পের মাধ্যমে প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সৃষ্টি হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২২ এর মাঝামাঝি সময় পর্যন্ত প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রতিদিন বিভিন্ন স্থানে পাঁচশত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে আহার বিতরণ করা হয়। কিছুদিনের মধ্যে কার্যক্রমটি আবারও চালু হবে। এছাড়াও সংগঠনটি সক্ষমতা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মানুষের কর্মসংস্থান সৃষ্টি,শিক্ষাবৃত্তির মাধ্যমে দারিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন,প্রয়াস পাঠশালার মাধ্যমে বয়ষ্কদের শিক্ষা প্রদান,প্রয়াস কমিউনিটি স্কুলের মাধ্যমে ঝরে পড়া শিক্ষার্থীদের পাঠদান,তৃতীয় চক্ষু প্রকল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের জীবন যাত্রার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ,প্রয়াস বনায়ন প্রকল্পের মাধ্যমে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়। নারী উন্নয়ন প্রকল্প জাগো গো ভগিনী,স্পেশাল চাইল্ডদের জন্য জিনিয়াস,বৃদ্ধদের জন্য প্রবীণমেলা ইত্যাদি প্রকল্প ও কর্মসূচি শিগ্রই শুরু হবে। প্রয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ২০২২ এর বন্যা সহ দেশের প্রতিটি দূর্যোগে দুর্যোগপূর্ণ মানুষের পাশে এগিয়ে এসেছে।
Leave a Reply