নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনা সদস্যদের শিগগিরই ফেরত পাঠানো হবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার (৩০ শে মার্চ) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের রংপুর বিভাগের নেতাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি।
মিয়ানমার থেকে পালিয়ে আসাদের সংখ্যা বাড়ছে জানিয়ে তিনি বলেন, আজও দেশে মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্য আশ্রয় নিয়েছেন।
তিনি আরও বলেন, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির ১৭৯ জন বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদেরকে নৌপথে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মিয়ানমার ইতিমধ্যে প্রস্তাব করেছে। আমরা আশা করি খুব সহসাই এই তিনজনসহ তাদেরকে নৌপথে ফেরত পাঠাতে পারব।
এদিকে বাংলাদেশের ছিনতাই হওয়া জাহাজ আব্দুল্লাহ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ছিনতাই হওয়া জাহাজ ও নাবিকদের উদ্ধারে সোমালিয়ার জলদস্যুদের সাথে যোগাযোগ অব্যাহত আছে।
নাবিকরা জাহাজে ভালো আছেন। দ্রুতই তাদের মুক্ত করার কাজ চলছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতের ঘটনার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আমরা আশা করব নিউ ইয়র্ক প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের কনসাল জেনারেল সেই পরিবারের সঙ্গে দেখা করেছে। যদি কারো ওভার রিঅ্যাকশন পাওয়া যায় এবং এমন কেউ দোষী সাব্যস্ত হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি এবং প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফিরতি চিঠির মাধ্যমে আমাদের ঘনিষ্ঠতা, মিত্রতা, সম্পর্ক আরো উচ্চতা নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি।
Leave a Reply