চলমান এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছিল টাইগাররা। দলের কঠিন সময়ে সাকিবের পর ফিফটি করেছেন মুশফিক।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে পাঁচ উইকেটে ১৫০ রান।
বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মেহেদী মিরাজ ও নাঈম শেখ।
শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভার মেইডেন দেন নাঈম। পরের ওভারে প্রথম বলেই মিরাজকে ফেরান নাসিম শাহ। রানের খাতা খুলতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিরাজ।
শুরুতেই উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ শুরু করেন নাঈম ও লিটন দাস। মাত্র ২২ বলে ৩১ রানের জুটি গড়েন দুজন। তবে বেশিদূর এগোতে পারেননি লিটন। শাহিনের বলে আউট হওয়ার আগে করেন ১৬ রান।
অষ্টম ওভারে এসে হতাশা উপহার দেন নাঈম। হারিস রউফকে পুল করতে গিয়ে তার হাতেই ধরা পড়েন এ ওপেনার। এর আগে করেন ২০ রান। নিজের পরের ওভারে ২ রান করা তাওহীদ হৃদয়কে বোল্ড করেন রউফ।
মাত্র ৪৭ রানে চার উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ। এ অবস্থায় দলের হাল ধরেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজনের ব্যাটে ধীরে ধীরে এগোতে থাকে টাইগাররা।
এরই মাঝে হাফ সেঞ্চুরির দেখা পান সাকিব আল হাসান। ফাহিম আশরাফের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ৫৪তম ফিফটি পূরণ করেন টাইগার অলরাউন্ডার। ৫৩ বলে এই মাইলফলকে পৌঁছান তিনি।
সাকিব-মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০০ রানের জুটি পায় বাংলাদেশ। তবে এরপরই হতাশ করেন সাকিব। ফাহিমকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফখর জামানের তালুবন্দী হন তিনি। এর আগে সাকিব করেন ৫৩ রান।
সাকিবের বিদায়ের পরই অর্ধশতকের দেখা পান মুশফিকুর রহিম। ৪৬তম ওয়ানডে ফিফটির পথে মিস্টার ডিপেন্ডেবল খেলেন ৭১ বল। তার দায়িত্বশীল ইনিংসে এখন ভালো সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
Leave a Reply