সঞ্জয়-অনিতা দম্পতির ১৭ বছর বয়সি এক ছেলে ছিল। গত বছর আগস্টে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। প্রতি বছরই রাখিপূর্ণিমায় ভাইকে রাখি পরাত তাদের ১৫ বছর বয়সী মেয়ে। কিন্তু এই বছর ভাই না থাকায় মায়ের কাছে ভাই এনে দেয়ার আবদার করে ওই কিশোরী। মেয়ের আবদার পূরণেই শিশু চুরির এই পরিকল্পনা করেন সঞ্জয়-অনিতা দম্পতি।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোররাতে পুলিশের কাছে একটি শিশু অপহরণের মামলা হয়। মামলা সূত্রে তারা জানতে পারে, হারিয়ে যাওয়া শিশুটির বয়স মাত্র এক মাস। শিশুটির মা প্রতিবন্ধী এবং তারা ফুটপাতে বসবাস করতেন। গভীর রাতে ওই দম্পতি এসে তাদের শিশুটিকে তুলে নিয়ে যান।
পুলিশকে শিশুটির বাবা জানিয়েছেন, রাত ৩টার দিকে ঘুম ভেঙে তারা দেখেন তাদের সন্তান নেই। এরপরই তারা পুলিশের কাছে ছুটে যান।
পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ পায় এবং গ্রেফতার করে। পরে অপহৃত শিশুটিকে উদ্ধার করে তার নিজ বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।
সঞ্জয়-অনিতা দম্পতি জানিয়েছে, শিশুটিকে নিজের সন্তানের মতো মানুষ করার ইচ্ছা ছিল তাদের।
Leave a Reply