দৈনিক শিক্ষা নিউজ যশোর প্রতিনিধি : এবছর এইচএসসিতে দেশসেরা ফলাফল করেছে যশোর শিক্ষা বোর্ড। এ বোর্ডে গড় পাশের হার ৯৮.১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন। অটোপাসের থেকে পরীক্ষা নিয়ে ফলাফল দেয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।যশোর শিক্ষা বোর্ডে এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ২৮ হাজার ১৬৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯ হাজার ৩৪১ জন, মানবিক বিভাগে ৯৪ হাজার ২১৬ জন ও বাণিজ্য বিভাগে ১৭ হাজার ৬০২ জন। পাশ করেছে ১ লাখ ২৫ হাজার ৭৪১ জন।করোনার কারণে এবছর সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে ৫০ মার্ক করে পরীক্ষা নেয়া হয়। তিন বিষয়ে পরীক্ষা হলেও সব বিষয়ে ফলাফল পেয়েছে শিক্ষার্থীরা। এ জন্য বোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মাধ্যমিক ও জেএসসি পরীক্ষার ফল থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নতুন ফলাফল তৈরি করেছে। যে কারণে এ বছর গড় পাসের হার ও জিপিএ-৫ সংখ্যা অনেক বেশি। ভালো ফলাফল হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।
সর্ট সিলবাসে পরীক্ষা ও একাধিক প্রশ্ন থেকে অল্প প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এমন ফলাফল সম্ভব হয়েছে বলে মনে করছেন শিক্ষক ও বোর্ড সংশ্লিষ্টরা।
যশোর শিক্ষা বোর্ড থেকে এ বছর খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৮টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
রোববার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফলাফলে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫৯ হাজার ২৯৯ জন শিক্ষার্থী। রাজশাহী বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০ শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী।
কুমিল্লা বোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন শিক্ষার্থী। সিলেট বোর্ডের পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী।
বরিশাল বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী।
এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী।
Leave a Reply