জধানীর ভাটারা থানা এলাকার একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার মেরামত করার সময় অগ্নিকাণ্ডে চার কর্মচারী দগ্ধ হয়েছেন। আজ বুধবার (৩০ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। দুপুরে ওই রেস্টুরেন্টের কর্মচারী বাবুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধরা হলেন—খাদিজা বেগম (৪৩), রহিমা আক্তার (৩৫), মো. তারেক (৩৯) ও মো. হারিস আলী (২৫)।
বাবুল আহমেদ বলেন, ‘আমরা সবাই সকালে রেস্টুরেন্টে কাজ করছিলাম। হঠাৎ গ্যাস সিলিন্ডারের লাইনে সমস্যা দেখা দেয়। এ সময় সিলিন্ডার মেরামত করতে গেলে লাইন থেকে আগুনের ঘটনা ঘটে। আহত হয় চারজন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘একটি হোটেল থেকে অগ্নিদগ্ধ হয়ে চারজন আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে হারিস আলীর শরীরের ১২ শতাংশ, মো. তারেকের শরীরের সাত শতাংশ, রহিমার শরীরের তিন শতাংশ ও খাদিজা বেগমের শরীরের তিন শতাংশ দগ্ধ হয়। তাদের মধ্যে খাদিজা ও রহিমাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হারিস ও তারেককে অবজারভেশনে রাখা হয়েছে।’
Leave a Reply