মধ্যরাতে স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে রাজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন এই অভিনেত্রী। পাঠকদের সুবিধার জন্য পরীমনির পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
ধরেন এ কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম— কী বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?
রাজ কার সঙ্গে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কি চলে মহানগর প্রোজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্থানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।
তবে মধ্যরাতের কারণে এ প্রসঙ্গে শরিফুল রাজের মন্তব্য পাওয়া যায়নি। স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরই পোস্টটি মুছে ফেলা হয়। এর পর পরীমনির ব্যবহৃত নম্বরটি ফেসবুকে পোস্ট করা হয়। তবে নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই পোস্টটিও মুছে ফেলা হয়। অভিনেত্রীর ফেসবুক হ্যাক হয়েছে কিনা জানা যায়নি। জানতে পরীমনিকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বার্তা পাঠালেও উত্তর পাওয়া যায়নি।
এর আগেও চলতি বছরের শুরুতে তার স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ করেন পরীমনি। সেই সময় ফেসবুকে এই অভিনেত্রী একটি পোস্ট করেন সেখানে তিনি তার রক্তাক্ত বিছানার ছবিও পোস্ট করেন। এবং সেই পোস্টে অভিনেত্রী স্পষ্টতই জানান যে, এভাবে তিনি আর রাজের সঙ্গে থাকতে চাইছেন না। এভাবে তার সঙ্গে থাকা যায় না বলেই জানান তিনি। এর পর বেশ কয়েক দফায় অভিমান ভুলে এক হলেও বেশ কিছু দিন ধরে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না।
এদিকে দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে নতুন সিনেমা দিয়ে কাজে ফিরছেন পরীমনি। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে তিনি দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ‘ডোডোর গল্প’ নামের সিনেমা দিয়ে দুই বছর পর প্রথমবার ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন অক্টোবরের প্রথম সপ্তাহে। নতুন এই সিনেমাটির জন্য গত চার মাস ধরেই অপেক্ষা করছিলেন নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন রেজা ঘটক।
উল্লেখ্য, ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমনির পরিচয় ও প্রেম হয়। পরে তারা গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এর পর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা; সম্পর্কটা বিচ্ছেদের পথেই।
Leave a Reply