আজ জন্ম হলে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা।
আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র।
২৪ তারিখে জম্ম হবার কারনে আপনার উপর শুক্রর প্রভাব প্রবল।
আপনার শুভ সংখ্যাঃ ৬,১৫,২৪।
শুভ গ্রহ ও বার ঃ বুধ ও শুক্র।
শুভ রতœ : হীরা ও পান্না।
আজকের দিনের শুভ রং ঃ আজ আপনি সবুজ ও সাদা বর্ণের বস্ত্র পরিধানে সৌভাগ্যের সাক্ষাৎ পেতে পারেন।
জ্যোতিষ শাস্ত্র মতে আজকের সু-সময়: ভোর: ৫:৪৭-৭:৩৩ সকাল: ১০:৫০-১:১২, রাত: ১:১০-৩:৩৩ পর্যন্ত।
চন্দ্রের অবস্থান ঃ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। ৮মী তিথি রাত: ১০:১০ পর্যন্ত পরে ৯ মী তিথি চলবে।
আজকের দিনে নিষিদ্ধ খাদ্য ঃ আজ রাত: ১০:১০ পর্যন্ত নারকেল পরে লাউ খাওয়া নিষেধ।
মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল) ঃ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আজ ভালো লাভ হবে। শেয়ার ব্যবসায়ীদের নতুন করে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। পাওনাদারের সাথে ঝামেলা এড়াতে হবে। নতুন করে ব্যাংক ঋণ লাভের চেষ্টায় উন্নতির আশা।
বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে) ঃ আজ গৃহে সুখ শান্তি ফিরে আসবে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। অংশিদারী ব্যবসায় ভালো লাভের আশা। জীবন সাথীর জন্য কেনাকাটা করতে হবে। খুচরা পাইকারী ব্যবসায় ভালো রোজগারের দিন।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) ঃ কাজে কর্মে সহকর্মীদের সাহায্য পাওয়ার আশা। হারানো কোনো বস্তু ফিরে পাবেন। ব্যবসায়ীক জটিলতার অবশান হবে। নিজের জেদ নিয়ন্ত্রণ করতে হবে। অতিতের ভুল থেকে শিক্ষা নিতে চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই) ঃ গৃহস্থালী কাজে বড় ভাই এর সাহায্য আশা করতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে বন্ধুর পরামর্শ কাজে আসবে। ঠিকাদারী কাজের বিল আদায় হবে। চাকরিজীবীদের বকেয়া টাকা আদায়ে অগ্রগতি।
সিংহ রাশি (২১জুলাই-২১ আগষ্ট) ঃ আজ প্রত্যাশা পূরণ হবে। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত জটিলতার অবশান হবে। মাতৃকূলের কোনো আত্মীয়র সাহায্যে জীবীকার সুযোগ আসবে। যানবাহন ক্রয় বিক্রয়ে ভালো লাভের আশা।
কন্যা রাশি (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) ঃ যোগাযোগে উন্নতির দিন। ব্যবসায়ীক প্রচার প্রচারণার কাজে ব্যয় হবে। ছোট ভাই বোনের জন্য অর্থ ব্যয়। পাড়া প্রতিবেশী ও নিকট বন্ধুর সাহায্য লাভের দিন। ই-কমার্স ও এফ-কমার্স ব্যবসায় ভালো রোজগার হবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) ঃ আজ ব্যবসায়ীক কাজে অগ্রগতি হবে। বকেয়া টাকা পয়সা আদায়ের কারনে সঞ্চয়ের চেষ্টায় সফল হবেন। হোটেল ও রেস্তোরা ব্যবসায়ীদের ভালো লাভ হবে। সাংসারিক কাজে আত্মীয় কুটম্বদের সাহায্য পাবেন।
বৃশ্চিক রাশি (২২ অক্টোবর – ২০ নভেম্বর) ঃ দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। সাংসারিক ও সামাজিক জীবনে সম্মান জনক ঘটনা ঘটবে। গৃহস্থালী কাজে অর্থ ব্যয়।
ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) ঃ আজ বৈদেশিক কাজে সফলতার দিন। আমদানী রপ্তাণী বাণিজ্যে চলতে থাকা জটিলতা কেটে যাবে। ব্যয় বৃদ্ধি পাবে। আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয়। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় বিনিয়োগ শুভ হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) ঃ সৃজনশীল কাজে আজ অগ্রগতি। সন্তানের বিদেশ যাত্রার চেষ্টায় সফলতার আশা। প্রেম ভালোবাসায় আসবে সাফল্য। শিল্প কলার কাজের জন্য বিদেশ যাওয়ার যোগ। পরীক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হতে হবে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ঃ আজ কর্মজীবনে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাবেন। গৃহস্থালী কাজে পিতার পাশে থাকতে হবে। পারিবারিক জীবনে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। বেকারদের চাকরি লাভের যোগ প্রবল।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) ঃবৈদেশিক বাণিজ্যে সফল হতে পারবেন। বিদ্যার্থীদের শিক্ষা ও গবেষণামূলক কাজে শিক্ষকের সাহায্য লাভের আশা। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অংশ নিতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে।
Leave a Reply