রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের যেটা করা দরকার সেটাই করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
তিনি বলেন, পৃথিবীর সব দেশেই এখন সাইবার আইন আছে। কানাডায় আইন আছে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো নিউজ শেয়ার করা যায় না।
মঙ্গলবার বেলা পৌনে ১১টায় কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একদফা দাবি বলে বিএনপি ফাঁদ পাতার চেষ্টা করছে। এ ফাঁদ থেকে আমরা সতর্ক আছি। একদফা দাবি বলে কিছু নেই।
কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
উল্লেখ্য, রাজশাহীতে ৯৪ কোটি ১২ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে ৩৬ দশমিক ৬৯ একর জমির ওপর নবনির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ করা হয়েছে। কারা প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, প্রশাসন ও একাডেমিক ভবন, এমআই ইউনিট ভবন, পুরুষ স্টাফ ও প্রশিক্ষণার্থী ব্যারাক, মহিলা স্টাফ ও প্রশিক্ষণার্থী ব্যারাক, অফিসার্স মেস, কমান্ড্যান্ট, ডেপুটি কমান্ড্যান্টের বাসভবনসহ অফিসার্স কোয়ার্টার, ১০০০ বর্গফুটের অফিসার্স কোয়ার্টার, গার্ড ভবন, মসজিদ, পাওয়ার হাউস, পাম্প হাউস, ট্রেনিং সেড, ক্যাফেটেরিয়া, পোডিয়াম, প্যারেড গ্রাউন্ড ও সুইমিং পুল আছে।
Leave a Reply