বলিউড বাদশাহ শাহরুখ খানের হাত ধরে ২০০৭ সালে ওম শান্তি ওম ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় দীপিকা পাড়ুকানের। এর পর একে একে চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, পাঠান এবং এখন জওয়ান ছবিতে অভিনয় করলেন শাহরুখ-দীপিকা।
আর এসব কারণে শাহরুখ ও দীপিকার বন্ধুত্বটা যে বেশ পাকাপোক্ত সেটা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি তাদের এই বন্ধুত্ব এবং সম্পর্ক নিয়ে কথা বলেছেন দীপিকা।
একটি সাক্ষাৎকারে দীপিকা বলেন, আমরা একে অন্যের লাকি চার্ম। আমাদের একে অন্যের প্রতি অধিকারবোধ আছে ভীষণ রকম।
তিনি বলেন, শাহরুখ যে কয়জনের সামনে অত্যন্ত দুর্বল আমি তাদের একজন। আমরা যেমন একে অন্যকে অত্যন্ত বিশ্বাস করি, তেমনি শ্রদ্ধাও করি।
জওয়ান ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গেছে শাহরুখ খানকে। একদিকে তিনি ভারতীয় সেনা অফিসার বিক্রম রাঠোরের চরিত্রে অভিনয় করেছেন, অন্যদিকে তারই ছেলে আজাদের চরিত্রেও দেখা গেছে তাকে। বর্তমানে দীপিকাকে বিক্রমের স্ত্রী এবং আজাদের মায়ের চরিত্রে জওয়ান ছবিতে দেখা যাচ্ছে
আগামীতে দীপিকা পাড়ুকানকে ঋতিক রোশনের সঙ্গে ফাইটার ছবিতে দেখা যাবে। আর কিং খান রাজকুমার হিরানির ছবি ডাঙ্কিতে নতুন রূপে ধরা দেবেন।
Leave a Reply