দৈনিক শিক্ষা নিউজ ডেস্ক : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) জরুরি-ভিত্তিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুমের তথ্য চেয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ নির্দেশনা জারি করেন।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, কলেজ ও মাদ্রাসায় পাঠদানরত শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুমের চাহিদা নিরূপণের লক্ষ্যে সংযুক্ত ছকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ই-মেইলে (mmcdshe@gmail.com) পাঠানোর অনুরোধ করা হলো।
এ বিষয়ে আঞ্চলিক পরিচালক, সেসিপের যুগ্ম প্রোগ্রাম পরিচালক, আঞ্চলিক উপ-পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply