দৈনিক শিক্ষা নিউজ প্রতিবেদন : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা বাড়ানোসহ শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা আসন বাড়াচ্ছি। বেসরকারিতে সিট সাড়ে ৬ হাজারের মতো রয়েছে। সরকারি মেডিকেল কলেজে সিট আছে সাড়ে ৪ হাজারের মতো। আমরা গত ৩ন বছরে প্রায় ১২০০ সিট বাড়িয়েছি সরকারি মেডিকেল কলেজগুলোতে। সরকারি মেডিকেল কলেজে আরও সিট বাড়াবো, যাতে আমাদের ছেলে-মেয়েরা বিনা পয়সায় ডাক্তারি শিক্ষা লাভ করতে পারেন। তবে বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া সভায় আমরা বেশকিছু আলোচনা করেছি। দেশের মেডিকেল কলেজের শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, নার্সিংয়ের শিক্ষা, ম্যাটস আইএইচটি-এ সবগুলোর বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের ল্যাবরেটরি যেটা প্রয়োজন, আধুনিকায়নের বিষয়েও আলোচনা হয়েছে।
Leave a Reply