ভারতে সহপাঠীদের দিয়ে মুসলিম শিক্ষার্থীকে চড় মারানোর ঘটনায় মুখ খুলেছেন তৃপ্তা ত্যাগী নামক ওই শিক্ষিকা। তার দাবি এটি একটি ‘ছোট ঘটনা’। অযথাই এটাকে বড় করা হচ্ছে।
এই ঘটনার সাম্প্রদায়িক দিক অস্বীকার করে তৃপ্তা ত্যাগী বলেন, ‘ওই শিক্ষার্থী সেদিন হোম ওয়ার্ক করেনি, যার কারণে তিনি তার সহপাঠীদের তাকে চড় মারতে বলেন। কারণ, ওই শিক্ষার্থীর বাবা-মায়ের নির্দেশ ছিল ওর সঙ্গে কঠোর ব্যবহার করার। কিন্তু আমি যেহেতু প্রতিবন্ধী তাই আমি অন্যান্য শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছি তাকে চড় মারতে, যেন সে হোমওয়ার্ক করে নিয়ে আসে।’
ভিডিওটিতে করা ইসলাম-বিদ্বেষী মন্তব্যের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বিষয়টিকে সাম্প্রদায়িকতার দিকে মোড় ঘোরানোর জন্য ভিডিওটিকে এডিট করা হয়েছে। তিনি বলেন, ক্লাসে ওই শিক্ষার্থীর চাচাতো ভাইও উপস্থিত ছিল। সেই এই ভিডিওটি ধারণ করেছে এবং পরে সেটি ভাইরাল করেছে।
Leave a Reply