দৈনিক শিক্ষা নিউজ ডেস্ক : বাংলাদেশ রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
আজ সোমবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সংগঠক, দেশপ্রেমিক ও রাজনীতিতে নিবেদিতপ্রাণ সাজেদা চৌধুরী ছিলেন সততা ও একনিষ্ঠাতার প্রতীক। তাঁর মতো পরিশ্রমী ও দৃঢ় মনোবল সম্পন্ন রাজনীতিক বিরল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে পথচলার এক সাহসী নেতৃত্ব ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর মৃত্যুতে দেশ এক গুণী মানুষকে হারালো, যে শুন্যত্য পূরণ হবার নয়।’
শোকবার্তায় উপাচার্য মরহুমার বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বর্ষীয়ান এ রাজনীতিবিদ গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Leave a Reply