খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাড়ে ১০ লাখ টাকার ডেঙ্গু পরীক্ষার কিটসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গা থানা চত্বরে প্রেস ব্রিফিংয়ে এসপি মুক্তা ধর জানান, সোমবার দুপুরে মাটিরাঙ্গার উপজেলা পরিষদের সামনে মাইক্রোবাস থেকে তল্লাশি চালিয়ে অবৈধ ডেঙ্গু পরীক্ষার কিটসহ ৬ জনকে আটক করা হয়। একই সঙ্গে অবৈধ মালামাল বহনকারী মাইক্রোবাসটিকে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ডেঙ্গু পরীক্ষার কিট ৩৯০০ পিস, প্লাসটিকের বড় ড্রপার ২৭০০টি, অ্যাম্পুল ৯৮ পিস, প্লাস্টিক ছোট ড্রপার ১৩০০ টি। আটক মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃত আসামিরা হলেন মাটিরাঙ্গা মিস্ত্রী পাড়ার রবিউল ইসলাম, বড়নাল ইউপির মুহিম উদ্দিন, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, মো. মাইনুদ্দিন ও মহিন উদ্দিন।
পুলিশ সুপার বলেন, নাগরিক সেবা নিশ্চিতকরণে যে কোনো অপরাধ দমনে খাগড়াছড়ি জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. শরিফ ও থানা কর্মরত পুলিশ সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply