সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার কানাইঘাটের সুতারগাও এলাকার মেহেদি ও একই এলাকার রাহাদ। তারা সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। এ সময় তারা ঘটস্থালেই মারা যান।
ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, ঘটস্থালে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply