বেড়েই চলেছে মাছ-মাংস-ডিমের দাম। নতুন দুঃচিন্তা দেখা দিয়েছে পেঁয়াজের দামে। কেজিপ্রতি শতকের ঘর ছুঁই ছুঁই। এক সপ্তাহে এই দাম কেজিতে বেড়েছে প্রায় ২০ টাকা। এতে নাকাল ক্রেতারা। আজ শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে মিলেছে এসব তথ্য।
কাঁচা বাজারে দেখা গেছে, গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭০ টাকা, তা এখন বেড়ে হয়েছে ৯০ টাকা। মহল্লায় এর দাম আরও বেশি। সেখানে আজ দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা দরে।
সবজির দামও আজ ছিল চড়া। পটল, চিচিঙা, ছোট শসা, জালি কুমড়া এবং কাঁকরোল বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। ঝিঙা, বরবটি, রান্না করার শসা, কচুর মুখী, করলার কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গোল বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে।
এ ছাড়া প্রতি আঁটি লাল, মুলা, কলমি শাক ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পুঁই, মিষ্টি কুমড়া, লাউ শাকের আঁটি ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
কাঁচামরিচের দাম কিছুটা কমে আবার বেড়েছে বলে জানান ক্রেতারা। বাজারে প্রতিকেজি ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে এটি।
মাছের বাজারে দেখা গেছে, ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশের কেজি এক হাজার টাকা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৭০০ টাকায়। প্রতিকেজি রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। তেলাপিয়ার কেজি ২৫০ থেকে ২৭০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৪০ টাকা, চাষের কই ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে এবং দেশি মুরগির কেজি ৫৫০ থেকে ৭০০ টাকা।
Leave a Reply