ডাক্তার স্ত্রীর করা ৫০ লাখ টাকার যৌতুক মামলায় স্বামী পুলিশ পরিদর্শক মানিকুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার (২৮ আগস্ট) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান ভুইয়া এ আদেশ দেন। অভিযুক্ত পরিদর্শক মানিকুল ইসলামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায়।
বাদীপক্ষের আইনজীবী রুহুল আনাম চৌধুরী জানান, পরিদর্শক মানিকুল ইসলাম সিলেটে উপপরিদর্শক (এসআই) থাকাকালে প্রতারণা করে বিয়ে করেন ওসমানীনগরের ডাক্তার শাহানারা ইয়াসমিনকে। আগের বিয়ে গোপন রেখে বিয়ে করার পাশাপাশি আট বছরের সাংসারিক জীবনে লুটে নিয়েছেন ২০ লাখ টাকা। নিজেকে সাবেক এক মন্ত্রীর আপন ছোট ভাই পরিচয় দেওয়ার পাশাপাশি বিয়ের সময় তিনি নিয়ে এসেছিলেন নকল মা-বাবা। তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া শিক্ষাসনদও। একপর্যায়ে ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী শাহানারাকে শুরু করেন মারধর।
স্ত্রীর কাছ থেকে লুটে নেওয়া টাকা ফেরত চাইলে বাড়তে থাকে নির্যাতনের মাত্রাও। এসব ঘটনায় আদালতে মামলা করেন ডাক্তার স্ত্রী। মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়ে আজ সোমবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন তিনি। এ সময় মিজানুর রহমান ভুইয়ার আদালত আসামি মানিকুল ইসলামের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশদেন।
আসামি মানিকুল ইসলাম হবিগঞ্জে ডিবি পুলিশের পরিদর্শক ছিলেন। তখন তাঁর বিরুদ্ধে এই যৌতুকের মামলা করেন তাঁর স্ত্রী। মামলা হওয়ায় তাঁকে বরিশাল পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
Leave a Reply