দৈনিক শিক্ষা নিউজ প্রতিবেদক : বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতুর সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে বাংলাবাজার ঘাটে জনসভাস্থলে ৬ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মাদারীপুরের জেলা প্রশাসন। উদ্বোধনের দিন ২৫ জুন (শনিবার) ঢাকার শিল্পকলা একাডেমির পরিবেশনায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনের শুরু হয় ।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ছিল সংগীত পরিবেশন, মনোমুগ্ধকর লেজার শো, আতশবাজি ও সমবেত নৃত্য। ছিল ব্যান্ডদল স্পন্দন ও জলের গান। আরও ছিল যাত্রা, নাটক, বাউল দলের পরিবেশনা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা ও বিশেষ অ্যাক্রোব্যাটিক পরিবেশনা।
এতে সংগীত পরিবেশন করেন, বিশিষ্ট কণ্ঠশিল্পী মমতাজ বেগম, খুরশীদ আলম, প্রতীক হাসান, খাইরুল আনাম শাকিল, প্রিয়াঙ্কা গোপ, কণা, ইমরান, শফি মণ্ডল, রাজিব, ঐশী, মেহেরীন, সজীবসহ অন্যরা। সমবেত নৃত্য পরিচালনা করবেন শামীম আরা নিপা ও শিবলী মুহাম্মদ। ছয়দিন ব্যপি অনুষ্ঠানের ৫ম দিনের অনুষ্ঠানটি আফরোজা কণার নান্দনিক উপস্থাপনায় আরো প্রাণবন্ত ও মুখরিত হয়ে ওঠে। প্রচন্ড বৃষ্টির মধ্যে ও উপচে পড়া দর্শক পদ্মার পাড়ে বসে অনুষ্ঠান উপভোগ করেছেন। চ্যানেল আই সেরা কন্ঠ শিল্পী সজীব, পপ তারকা মেহরীন এবং শিল্পকলা একাডেমীর বাউল দলের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।
Leave a Reply