দৈনিক শিক্ষা নিউজ প্রতিবেদন : ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনায় প্রথম স্থান অর্জন করলো হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট । গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধিনস্থ ১১টি অধিদপ্তর ও সংস্থা সমূহের মধ্যে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার সার্বিক মূল্যায়ণে (৫০ নম্বরের ভিত্তিতে ) ১১টি দপ্তর সংস্থার মধ্যে ২০২১-২০২২ অর্থ বছরে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট ৪৬.৮০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে । এই সাফল্যের জন্য গণপূর্ত মন্ত্রণালয় থেকে অভিনন্দন জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার।এই সাফল্যের জন্য গণপূর্ত মন্ত্রণালয় থেকে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনষ্টিটিউট এর মহাপরিচালক প্রকৌশলী মো: আশরাফুল আলমসহ এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও সহকর্মীকে পত্র দিয়ে অভিনন্দন জানিয়েছেন । গত ২০ সেপ্টেম্বর ২০২২ গৃহায়ণও গণপূর্ত মন্ত্রণালয়ের আধা সরকারি পত্র নম্বর ২৫.০০.০০০০.০৫৬.৮৮.০০১২.২২-৬৮৩ মোতাবেক এই অভিনন্দন পত্র প্রদান করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট । ১৯৭৫ সালের ১৩ জানুয়ারি স্বাধীন দেশে প্রতিষ্ঠা করেন তিনি। স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেশজ নির্মাণ উপকরণ ব্যবহারে উদ্বুদ্ধ করেছিলেন জাতির পিতা। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণে পরিবেশবান্ধব, টেকসই ও ব্যয় সাশ্রয়ী অবকাঠামো নির্মাণে গড়ে তোলেন এইচবিআরআই। দেশের রাষ্ট্রনায়ক হিসেবে তিনি উপলব্ধি করেছিলেন বাসস্থান সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান স্থাপন অত্যন্ত জরুরী। তারই ধারাবাহিকতায় হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ ও প্রযুক্তি সম্পর্কিত গবেষণা,প্রচার -প্রসার ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। মোঃ আশরাফুল আলম মহাপরিচালক হিসেবে এ প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়ার পর থেকেই একের পর এক পরিবর্তন প্রতিষ্ঠানটির সুনাম ও খ্যাতি বাড়িয়ে দিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার এই কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করা হয়েছে। বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে আজ এ প্রতিষ্ঠান ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সাথে চুক্তিবদ্ধ করেছেন যা অতীতে কেউ করেন নি। এইচবিআরআই ইতিমধ্যে স্যান্ড সিমেন্ট সলিড ব্লক,স্যান্ড সিমেন্ট হলো ব্লক, থার্মাল ব্লক, নন ফায়ার্ড সলিডিফিকেশন ব্লক, সিএসইবি/এএসি ব্লক ইত্যাদি পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উদ্ভাবন করেছে। এতে করে একদিকে যেমন পরিবেশের সুরক্ষা হচ্ছে অন্যদিকে কৃষিজমির উপরিভাগ তথা টপ সয়েল রক্ষা পাচ্ছে। এছাড়াও অত্র প্রতিষ্ঠানে গবেষণার পাশাপাশি উদ্ভাবিত নির্মাণ উপকরণ/প্রযুক্তি বিপণন ও সম্প্রসারণ , ব্যক্তি/প্রতিষ্ঠানকে গৃহায়ন ও নির্মাণ বিষয়ক পরামর্শ সেবা প্রদান করে থাকে। নির্মাণ শিল্পের মান ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এইচবিআরআই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে বিভিন্ন পরিবেশবান্ধব ও টেকসই আবাসন নির্মাণ কার্যক্রমেও এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। গ্রামীণ পরিকল্পিত গৃহায়নের মাধ্যমে কৃষিজমি সংরক্ষণ ও সম্প্রসারণে ফেরোসিমেন্ট প্রযুক্তিতে ব্যয়সাশ্রয়ী বহুতল ভবন নির্মাণ কৌশল এবং পরিবেশবান্ধব ইট তৈরি উল্লেখযোগ্য।
Leave a Reply