শেরপুরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য আজকের তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ১০ টাকায় দিচ্ছে গরুর মাংস ও শাড়ি-লুঙ্গি।
‘সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার, কিছু আপনার,’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্য প্রতিবছরের মতো এবারও ১০ টাকায় দিচ্ছে গরুর মাংস এবং শাড়ি ও লুঙ্গি। শুক্রবার বিকালে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে তাদের এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
এ সময় অতিথি হিসাবে সংগঠনের উপদেষ্টা উত্তরা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক জুবায়ের বিপ্লব, রক্তদান সংস্থার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক রফিক মজিদ ও শহিদুল ইসলাম হীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহসভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম সৌরভ।
যেসব নিম্ন মধ্যবিত্ত মানুষ বাজারের উচ্চ মূল্যের কারণে গরুর মাংসসহ শাড়ি-লুঙ্গি কিনতে পারেন না তাদের জন্য আজকের তারুণ্যের এই আয়োজন বলে জানান সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন। এই কর্মসূচি ঈদের আগের দিন পর্যন্ত চলবে বলে জানান তিনি।
Leave a Reply