‘এভাবে ভাই চলে যাবে কখনো ভাবতে পারিনি। কয়েকদিন আগে আমার বাবা মারা গেছেন। আমার দুনিয়াতে আমি ছাড়া আর কেউ রইল না’- এভাবেই কথাগুলো বলছিলেন, মাদারীপুরের চরমুগুরিয়া এলাকার গোপাল সাহা।
শুক্রবার বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে তার ভাই দুলাল সাহা ফুটবল খেলা অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান। তিনি ঐ এলাকার নারায়ণ সাহার ছেলে। নারায়ণ সাহা কয়েকদিন আগে মারা গেছেন।
এলাকাবাসী জানায়, চরমুগুরিয়া কলেজ মাঠে সহপাঠীদের সঙ্গে প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকেলে ফুটবল খেলতে মাঠে নামেন দুলাল সাহা। ফুটবলে লাথি মারার সঙ্গে সঙ্গেই হার্ট অ্যাটাক হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুলাল সাহার বড় ভাই গোপাল সাহা বলেন, এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। কয়েকদিন আগে আমার বাবা মারা গেছেন। এখন আমি একেবারেই নিঃস্ব। আমার দুনিয়াতে আমি ছাড়া আর কেউ রইল না।
দুলালের সহপাঠী রাজিব বলেন, সহপাঠী এবং এলাকার কিছু লোকজন মিলে প্রতিদিন কলেজ মাঠে ফুটবল খেলতে যাই। প্রতিদিনের মতো আজকেও দুলাল আমাদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে আসেন। আজ প্রথমেই ফুটবলে লাথি মারার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটে পড়েন।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি শুনেছি, যে বিকেলে চরমুগুরিয়া কলেজ মাঠে ফুটবল খেলতে গিয়ে এক যুবক হার্ট অ্যাটাকে মারা গেছেন।