1. admin@khoj24bd.com : admin :
  2. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  3. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৪৩ Time View

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। মেলায় প্রতিদিন লোক কারুশিল্প সামগ্রী প্রদর্শনীর পাশাপাশি থাকবে বাউল, পালাগান, কবিগানসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, চরকিসহ নানা গ্রামীণ খেলার ব্যবস্থা।

আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ১৯৯২ সাল থেকে প্রতিবছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আয়োজন করে। গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কারুশিল্পী নিয়ে এবারের মেলা যাত্রা শুরু করেছে। মেলায় কারুশিল্প প্রদর্শনীর ৩২টি স্টলসহ মোট ১০০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, চড়কি, গ্রামীণ খেলাসহ বাহারী পণ্য সামগ্রীর স্টল রয়েছে মেলায়। প্রতিদিন সন্ধ্যায় লোকজ উৎসবে থাকবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি-সারি, মুর্শিদী, হাছনরাজার গান, লালন সংগীতসহ ছড়াপাঠের আসর, পুঁথিপাঠ ও বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন। মেলায় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন শিল্পের কদর করা দর্শনার্থীরা।

লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ এর সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার বলেন, পর্যটন নগরী হিসেবে বিশ্বের দরবারে সোনারগাঁকে পরিচিত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।

মেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews