1. admin@khoj24bd.com : admin :
  2. tishibly@gmail.com : gungun gungun : gungun gungun
  3. somankhan92@gmail.com : golam mohiuddin : golam mohiuddin
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

বিশ্বের প্রতি তিনজন শিশুর একজন পানির সংকটে

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রতি তিনজন শিশুর মধ্যে একজন পানির সংকটে রয়েছে, সংখ্যায় যা ৭৩ কোটি ৯০ লাখ। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল, ইউনিসেফ। প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি সংকটে রয়েছে দক্ষিণ এশিয়ার শিশুরা। অঞ্চলটির আটটি দেশের ৫৫ শতাংশ শিশু তীব্র পানির সংকটে রয়েছে। আর এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ি করছেন বিশেষজ্ঞরা।

জলবায়ু পরিবর্তন আর বিশ্বজুড়ে পানির অতিরিক্ত ব্যবহারের কারণে পৃথিবীতে বিপজ্জনকহারে ব্যবহার উপযোগী পানি কমে গেছে। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। এই সংকটে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। বিশ্বব্যাপী ৭৩ কোটি ৯০ লাখ শিশু সুপেয় পানির অভাবে রয়েছে। এবং সংকটের ঝুঁকিতে রয়েছে আরও ১৩ কোটি শিশু। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ।

প্রতিবেদন অনুযায়ী, এই সংকটে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। অঞ্চলটির ১৮ বছরের কম বয়সী ৩৪ কোটি ৭০ লাখ শিশু ব্যাপক বা অতি ব্যাপকভাবে পানির ঘাটতির সম্মুখীন হয়েছে। এটি সংখ্যার দিক দিয়ে বিশ্বের অন্য সকল অঞ্চলের মধ্যে সর্বোচ্চ। আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা নিয়ে গঠিত আট-দেশীয় এই অঞ্চলের অন্তত ৫৫ শতাংশ শিশু নিরাপদ পানি পাচ্ছে না।

নিরাপদ পানি পাওয়ার বিষয়টিকে মৌলিক মানবাধিকার উল্লেখ করে ইউনিসেফ বলছে, গত কয়েক বছরে অঞ্চলটিতে পানির গুণমান কমছে আর বাড়ছে এ খাতে অব্যবস্থাপনা। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা এবং অন্যান্য প্রাকৃতিক দূর্যোগের কারণে আগামীতে এ সংকট আরও তীব্র হবে বলে আশংকা সংস্থাটির।

আগামী ডিসেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের কপ-টুয়েন্টি এইট জলবায়ু সম্মেলনের দিকে তাকিয়ে আছে সংশ্লিষ্টরা। ইউনিসেফ বলেছে, এই সম্মেলনে অংশ নেয়া বিশ্ব নেতাদের কাছে ‘গ্রহকে বাসযোগ্য ও নিরাপদ রাখার’ আহ্বান জানাবে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews